News

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের ওয়েবসাইট বাংলাদেশে ব্লকড!

13/03/2012 09:00

বিএনপির সোমবারের সমাবেশ লাইভ সম্প্রচার। এ নিয়ে দেশের বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রস্তুতি ছিলো। তবে বিটিআরসির সতর্কতায় শেষ পর্যন্ত মুষড়ে পড়ে তারা। সাইবার জগতে সক্রিয় বিএনপিকর্মী/সমর্থকরা এক্ষেত্রে পিছিয়ে ছিলো না।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের ওয়েবসাইট সফলভাবে সমাবেশ লাইভ সম্প্রচার করেছে।

তবে এখন তাদের  ওয়েবসাইটটি ব্লকড  হয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই মুহূর্তে এই সাইটটি বাংলাদেশ থেকে অ্যাক্সেস করা যাচ্ছে না। সোমবার রাতে সাইটটিতে বাংলাদেশ থেকে ঢোকা না গেলেও বাইরের দেশ থেকে তা দেখা সম্ভব হচ্ছে। 

১২ই মার্চ ঢাকা কর্মসূচীকে ব্যর্থ করার লক্ষ্যে সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে সাইবার ইউজার দলের তীব্র নিন্দা

11/03/2012 15:08

আগামী ১২ই মার্চ এর ঢাকা ঘেরাও কর্মসূচীকে সফল করার জন্য সাইবার প্রচারণা ও মাঠ পর্যায়ের প্রচারণায় বাধা, চলো চলো ঢাকা চলো বানচাল করার লক্ষ্যে বর্তমান সরকারের আদেশে সারাদেশ ব্যাপী জাতীয়তাবাদী দল ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে গণ গ্রেফতার, বিভিন্ন রুটে যান চলাচল ও হোটেল-রেষ্টুরেন্ট খোলা রাখার উপর নিষেধাজ্ঞা জারি, আগামীকাল বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে অবস্থান করতে আওয়ামী সন্ত্রাসীদেরকে নির্দেশ সহ সকল ধরনের নগ্ন ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামী দুঃশাসনের প্রতিবাদে সাইবার আন্দোলনের অন্যতম পথিকৃৎ ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ এর কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। তারা বলেন, বর্তমান সরকারের ষড়যন্ত্রমূলক কর্মকান্ডই প্রমান করছে তারা বিএনপি’র প্রতি জনসমর্থন ও জনপ্রিয়তায় ভীত সন্ত্স্ত্র। তাই আওয়ামী সরকার এখন বিরোধীদলকে ঘায়েল করার আক্রমণাত্বক মনোভাব নিয়ে মাঠে নেমেছে। নেতৃবৃন্দ বিবৃতিতে উক্ত সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে আরো বলেন, গ্রেফতার, হামলা, নির্যাতন, নীপিড়ন চালিয়ে শহীদ জিয়ার সৈনিকেরকে দমানো যাবেনা, দেশপ্রেমিক জনতার বাধ ভাঙ্গা জোয়ার আজ আমাদের সাথে, তাই অবিলম্বে বিরোধী দলকে দমন করার সকল ষড়যন্ত্র এবং আমাদের গণতন্ত্র নিয়ে খেলা বন্ধ করুন এবং অবিলম্বে সারাদেশ ব্যাপী আটককৃত দলীয় নেতাকর্মীদেরকে নিঃশর্ত মুক্তি দিন, অন্যথায় যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি বা পরিণতির দায়ভার আপনাদেরকেই বহন করতে হবে। বিবৃতিদাতারা হলেন- সংগঠনের কেন্দ্রীয়কার্য নির্বাহী পরিষদের সভাপতি ও প্রবাসী বিএনপি নেতা এস. আলম রাজীব, সহ-সভাপতি মোঃ ইসমাইল ছোটন, শরীফউদ্দীন রিংকু, এম.নূরুল হক লিটন (চেয়ারম্যান), সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় জাসাসের সদস্য আতিকুর রহমান রিপন, সহ-সাধারন সম্পাদক ইসরাৎ আদর, সাংগঠনিক সম্পাদক এম.ডি.পরাগ, যুগ্ন সাধারন সম্পাদক এম. এন. ইকবাল, সৈকত উল ইসলাম, প্রচার সম্পাদক হুসাইন সুমন, সহ প্রচার সম্পাদক এস.এম.হেলাল, নূর আলম, দপ্তর সম্পাদক শাহীন চৌধুরী পাশা, অর্থ সম্পাদক আলহাজ্ব কামরুল আযম, আইন বিষয়ক সম্পাদিকা এ্যাড. শেলী সুলতানা জামান, ছাত্র বিষয়ক সম্পাদক হোসাইন ইকবাল রাফি, সহ-যুব বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ সোহাগ, সাহিত্য বিষয়ক সম্পাদক আল মাহদী মোহাম্মদুল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক আবুবকর সিদ্দিকী মিজি, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক মোফাজ্জেল হোসেন, জিল্লু খন্দকার, নাট্য বিষয়ক সম্পাদক মোঃ আবু ইউসূফ, কার্যনির্বাহী সদস্য আব্দুল আলীম সাইফুল, শামীম আক্তার, এম. এ. সাঈদ, ইসমাইল আজিজ, জাফর ইকবাল, আল মামুন খান, রুবেল কাউনাইন, প্রিন্স আহমেদ ইমরান, রিপন দেব, এম. জে. সৌরভ, রাসেল খান। উল্লেখ্য যে, গতকাল ঢাকা ঘেরাও উপলক্ষ্যে আমাদের সংগঠনের পোস্টারিং করতে গিয়ে মেহেরপুর জেলা থেকে সাইবার ইউজার দলের কর্মী আহমেদ ইমতিয়াজ আপন গ্রেফতার হয়েছে, নাঃগঞ্জ থেকে কিছু পোস্টার সহ আটক হয়েছে অপর একজন কর্মী। ফেসবুকে দলীয় প্রচারণার কাজে সক্রিয় ‘চট্টগ্রাম জাতীয়তাবাদী দল’ নামক আইডিটি থেকে রোডমার্চ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রচারনা চালানোয়. একটি নোটিশ পাঠিয়ে এই আইডিটি কেও ব্লক করা হয়েছে।

আওয়ামী দুঃশাসনের প্রতিবাদে সাইবার ইউজার দলের সাইবার আন্দোলনে যোগ দিন

05/01/2012 10:00

বার্তা প্রেরক-(আবু মালিক):০৫ জানুয়ারি
ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক,
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল

পৃথিবীর অন্যান্য দেশের সরকার পতনের সাইবার আন্দোলনের ন্যায় গত ২০১০ সালের ২৫শে জুলাই থেকে জনপ্রিয় সামাজিক সাইট ফেসবুক প্লাটফর্ম ব্যবহার করে আওয়ামীলীগ নেতৃত্বাধীন এই সরকারের বাকশালী, সন্ত্রাসী. ফ্যাসিবাদী, আন্তর্জাতিক গুপ্তচর, ইসলাম বিরোধী, প্রতিবেশী রাষ্ট্রের তাবেদারী কর্মকান্ড তথাপি আওয়ামী দুঃশাসনের পূর্ণচিত্র দেশ-বিদেশে সকলের কাছে তুলে ধরে এই অপকর্মের প্রতিবাদে দেশ-বিদেশে জনমত সৃষ্টির লক্ষ্যে, আওয়ামী প্রতিহিংসার রাজনীতির স্বীকার হয়ে বর্তমানে প্রবাসে অবস্থানরত নারায়ণগঞ্জছাত্রদল নেতা এস.আলম রাজীব ও কেন্দ্রীয় জাসাসের সদস্য আতিকুর রহমান রিপন সহ বেশ কিছু মেধাবী, নিবেদিত, উদ্যমী ও শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী তরুণদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল [জাতীয়তাবাদী ফেসবুক ইউজার দল], এই সাইবার সংগঠনটির মূল লক্ষ্য হচ্ছে দেশে অবস্থানরত ও প্রবাসী বিএনপি'র যেসব নেতৃবৃন্দ ইন্টারনেট ব্যবহার করেন তাদের সকলকে একটি প্লাটফর্মের নীচে এনে ঐক্যবদ্ধ শক্তিশালী নেটওয়ার্ক তৈরী করে দেশ-বিদেশে সকলের কাছে আওয়ামীদের অপকর্ম তুলে ধরে প্রতিবাদ ও জনমত গড়ে তোলা, বিএনপি'র বাকশাল বিরোধী আন্দোলনের কর্মসূচীগুলোতে একাত্মতা ঘোষনা করে সেগুলো সফল করার লক্ষ্যে সাইবার প্রচারনা চালানো, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জাতীয়তাবাদী দল সমর্থিত প্রার্থীদের পক্ষ থেকে সাইবার প্রচারণা পরিচালনা, কথায় নয় বাস্তবিকভাবে রাজনীতিতে ডিজিটাল পদ্ধতির প্রবর্তন করা এবং একটি সুস্থ, পরিচ্ছন্ন, সৃষ্টিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করে বর্তমান প্রজন্মের রাজনীতির প্রতি বিদ্যমান বিরূপ মনোভাবকে দূর করে তাদেরকে দেশ এবং জাতির উন্নয়ন ও সমৃদ্ধির জাতীয়তাবাদী রাজনীতিতে সম্পৃক্ত করা। আগামী ৮ ও ৯ই জানুয়ারী ২০১২ এর চট্টগ্রাম অভিমুখে বিএনপি’র রোডমার্চ-এর সাথে একাত্নতা ঘোষনা করে কর্মসূচীটি সফল করার লক্ষ্যে এই প্রথম এই সংগঠনটি সাইবার অঙ্গন থেকে বেরিয়ে তাদের নিজস্ব ব্যানারে রাজপথের আন্দোলনে অংশ নিতে যাচ্ছে এবং বাকশাল সরকার পতনের বিএনপি'র আগামী দিনগুলোর কর্মসূচীগুলোতে মাঠপর্যায়ে অংশগ্রহন করে দেশমাতা বেগম খালেদা জিয়ার দেশ ও মানুষ বাঁচানোর আন্দোলনকে আরো বেশী বেগবান করার প্রস্তুতিও গ্রহণ করেছে, এই লক্ষ্যে তারা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বিএনপি নেতূবৃন্দ, কেন্দ্রীয় ও বাংলাদেশের বিভিন্ন জেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সমন্বয়ে তাদের প্রত্যক্ষ সমর্থনে একটি শক্তিশালী কমিটিও গঠন করেছে এবং সংগঠনটির উপদেষ্টা পরিষদেও বিএনপি‘র নীতি-নির্ধারক মহলের বেশ কয়েকজন নেতা তাদের প্রত্যক্ষ সমর্থনসহ উপদেষ্টা হতে সম্মতি দিয়েছেন। সংগঠনটির সাইবার আন্দোলনের সাথে ইতিমধ্যে একাত্নতা ঘোষনা করেছে গ্রীস প্রবাসী বিএনপি, নিউজিল্যান্ড বিএনপি, সংযুক্ত আরব আমিরাত বিএনপি, সৌদি আরব প্রবাসী বিএনপি, অস্ট্রেলিয়া ম্যালবর্ন বিএনপি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র বিএনপি সহ আরো অন্যান্য প্রবাসী বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের বরেন্য কয়েকজন ব্যক্তিবর্গ। সাইবার ইউজার দলের নিজস্ব উদ্যেগে চট্টগ্রাম রোডমার্চ ও জনসভা সফল করার লক্ষ্যে এবং সংগঠনটির প্রথম শোডাউন হিসেবে লিফলেট বিতরন, ডিজিটাল ব্যানার, তোরণ নির্মান, দেশের বিভিন্ন জেলা থেকে নিজস্ব ব্যানারে বিএনপি’র রোডমার্চে যোগ দেওয়ার উদ্যেগ, সাইবার প্রচারণা সহ ব্যাপক প্রস্তুতি চলছে। আওয়ামী প্রতিহিংসার রাজনীতির স্বীকার হয়ে যেসকল নেতৃবৃন্দ বর্তমানে দেশের বাইরে অবস্থান করছে তারা খুব সহজেই এই প্লাটফর্মটি ব্যবহার করে তাদের দলীয় কর্মী ও অনুসারীদেরকে নিয়মিত দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং প্রবাসে অবস্থান করেও তারা দলীয় কর্মসূচীগুলোতে নেতৃত্ব দিতে পারছেন। উক্ত গ্রুপটিতে সাধারন সদস্য সংখ্যা বর্তমানে ৪১৫০ জন।

সংগঠনটির সভাপতি- এস. আলম রাজীব জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী শহীদ জিয়ার আদর্শের যেসব সৈনিক ইন্টারনেট [ফেসবুক] ব্যবহার করেন তাদের সকলকে আহবান জানিয়েছেন, www.facebook.com/groups/bjfud

এই লিঙ্কটি ব্রাউজ করে তাদের সাথে যুক্ত হয়ে উক্ত সাইবার আন্দোলনকে আরো বেশি তরাণ্বিত ও শক্তিশালী করে লক্ষ্যগুলো বাস্তবায়নে সহায়তা করার জন্য।

খবরঃ https://sylheteralap.com/news/category/politics/detail/4234

বিএনপি’র সাইবার ব্যবহারকারীদের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল

16/12/2011 10:00

সারা বাংলাদেশের ও প্রবাসী বিএনপি’র সাইবার ব্যবহারকারীদের সমন্বয়ে  বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-এর কার্যনির্বাহী কমিটি গঠন।আওয়ামী দুঃশাসনের পূর্ণচিত্র দেশ-বিদেশে সকলের কাছে তুলে ধরে এই অপকর্মের প্রতিবাদে দেশ-বিদেশে জনমত সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠিত সুগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (BNCUP) এর নেট কনফারেন্সের মাধ্যমে সংগঠনের দেশ-বিদেশের সকল সদস্যদের প্রত্যক্ষ সম্মতিতে আওয়ামী প্রতিহিংসার রাজনীতির স্বীকার হয়ে বর্তমানে প্রবাসে অবস্থানরত নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল নেতা এস.আলম রাজীব কে সভাপতি এবং কেন্দ্রীয় জাসাসের সদস্য আতিকুর রহমান রিপন কে সাধারন সম্পাদক মনোনিত করে ৬২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ এবং ১৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ঘোষনা করা হয়েছে গত ১৬ই ডিসেম্বর। বিজয়ের এই ঐতিহাসিক দিনটিকে আরো বেশি ঐতিাসিক করে রাখতে বাংলাদেশের প্রথম ও অভিনব এই সাইবার আন্দোলন এর এই সংগঠনটির কমিটি ঘোষনা করা হয়। উপদেষ্টাদের প্রত্যক্ষ সম্মতিতে উপদেষ্টা পরিষদের সদস্য মনোনিত হয়েছেন- বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ কাজী মাজহারুল ইসলাম দোলন, সহ-আইন বিষয়ক সম্পাদক ও নাঃগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এডঃ তৈমূর আলম খন্দকার, বিশিষ্ট লেখক ও রাজনৈতিক বিশ্লেষক এডঃ রুহুল আমিন, কেন্দ্রীয় শ্রমিকনেতা ও নাঃগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নূরুল আলম, কেন্দ্রীয় যুব দলের শ্রম বিষয়ক সম্পাদক ও নাঃগঞ্জ মহানগর যুবদলের সাধারন সম্পাদক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার (খোরশেদ), কেন্দ্রীয় যুবদলের সহ-আন্তর্জতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন, নাঃগঞ্জ শহর বিএনপি’র সাধারন সম্পাদক এটিএম কামাল, অস্ট্রেলিয়া বিএনপি’র আহবায়ক দেলোয়ার হোসেন, যুক্তরাজ্য বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, যুক্তরাষ্ট্র মিশিগান ষ্ট্যাট বিএনপি’র সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, গ্রীস বিএনপি’র সহ-সভাপতি এস.আলম সাইদুল (সাইদুল আলম), ইউ.এ.ই.বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম এবং বিশিষ্ট শিল্পপতি সুমন মোর্শেদ। কার্যনির্বাহী পরিষদে আছেন: সভাপতি-এস.আলম রাজীব (নিউজিল্যান্ড), সহ-সভাপতি –আরমানী আসাদ (যুক্তরাষ্ট্র), পাপ্পু চৌধুরী (যুক্তরাজ্য), মোঃইসমাইল ছোটন (সৌদি আরব), শরীফউদ্দীন রিংকু (নিউজিল্যান্ড), সাধারন সম্পাদক-আতিকুর রহমান রিপন (কুয়েত),সহ-সাধারন সম্পাদক- ইসরাৎ আদর (নাঃগঞ্জ), সাংগঠনিক সম্পাদক- মোঃ পরাগ (চট্টগ্রাম), সহ-সাংগঠনিক সম্পাদক- মুন্না জায়গিরদার (সিলেট), এম.এন.ইকবাল (তেজগাঁও), সৈকত উল ইসলাম (খিলক্ষেত), এ.এস.ফাহিম (সিলেট), প্রচার সম্পাদক-হোসাইন সুমন (লালমনিরহাট), সহ প্রচার সম্পাদক-মাহফুজ পারভেজ (নাঃগঞ্জ), এস.এম.হেলাল (সিলেট), নূর আলম (সৌদি আরব), দপ্তর সম্পাদক-শাজনুশ টিটন (মতিঝিল), সহ-দপ্তর সম্পাদক- শাহীন চৌধুরী পাশা (আবুধাবি), অরথ সম্পাদক- আলহাজ্ব কামরুল ইসলাম (নরসিংদি), সহ-অর্থ সম্পাদক জোবায়ের আলম ঝলক (নাঃগঞ্জ), ক্রীড়া সম্পাদক- হাবিবুর রহমান সোহেল (নাঃগঞ্জ), সহ-ক্রীড়া সম্পাদক- মোঃ আল-মামুন (পিরোজপুর), ছাত্র বিষয়ক সম্পাদক- ইকবাল হোসাইন রাফি (কক্সবাজার), সহ-ছাত্র বিষয়ক সম্পাদক- জাহিদুল ইসলাম জাহিদ (নাঃগঞ্জ), যুব বিষয়ক সম্পাদক-কাজী নিজাম (পল্টন), সহ-যুব বিষয়ক সম্পাদক –মাসুম বিল্লাহ সোহাগ (কাতার), মহিলা বিষয়ক সম্পাদিকা- হুসনে আরা শেলী (কেন্দ্রীয় জিয়া সাংস্কৃতিক ফোরাম), সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা- হাবিবা রশীদ সিথী (নাঃগঞ্জ কলেজ), আইন বিষয়ক সম্পাদিকা- এডঃ শেলী সুলতানা জামান (কেন্দ্রীয় মহিলা দল), সহ-আইন বিষয়ক সম্পাদক- মোহাম্মদ সাঈদ শান্ত (আবুধাবি), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- অনি ইফতেখারহায়দার (ময়মনসিংহ মেডিকেল কলেজ), সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-সাদরুল আলম (সাউথ আ্ফ্রিকা), সাহিত্য বিষয়ক সম্পাদক- আল মাহদী মোহাম্মদুল্লাহ (জাতীয়তবাদী আদর্শ বাস্তবায়ন পরিষদ), সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক- প্রিন্স ঠাকুর (ব্রাহ্মণবাড়িয়া), সমাজ কল্যাণ সম্পাদক-এম.নূরুল হক লিটন (চেয়রম্যান, ফেনী), সহ-সমাজ কল্যাণ সম্পাদক- আরেফীন রওশন হৃদয় (নাঃগঞ্জ), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- মোহা্ম্মদ আবুল কায়েস (কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল), সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- হাসান মোরশেদ দিপন (আবুধাবি), ধর্ম বিষয়ক সম্পাদক- হাসনাইন মাহমুদ (ইন্টাঃ ইসলমিক ইউনিভার্সিটি), আবুবকর সিদ্দিকী মিজি (মুন্সিগঞ্জ), তথ্য, গবেষনা ও প্রকাশনা বিষয়ক-অনিক ইসলাম প্রিন্স (ঢাকা), সহ তথ্য, গবেষনা ওপ্রকাশনা বিষয়ক সম্পাদক- আজিমুল হক খান (যুক্তরাজ্য), মোফাজ্জেল বাচ্চু (খুলনা), নাট্য বিষয়ক সম্পাদক-নূরুল ইসলম খন্দকার জিল্লু (ফটিকছড়ি, চট্টগ্রাম), সহ-নাট্য বিষয়ক সম্পাদক- মোঃ আবু ইউসূফ (বাড্ডা ঢাকা), কার্যনির্বাহী সদস্য : ফেরদৌস চৌধুরী মিঠু (মক্কা বিএনপি), শওকত ওসমান (আল-আইন,ইউ.এ.ই বিএনপি), মোঃ মোজাম্মেল হক দিপু (ইতালী), এস.আলম নিপু (গ্রীস), মোঃ এনামুল হাসন (সিলেট), ইলিয়াস আহমেদ (আবুধাবি), রিয়াজ ইলাম (বিডি), মোঃ ফারুক হোসেন (সৌদি আরব), হনিফ নাঈম নিপুন (১৬নং ওয়া্র্ড ছাত্রদল, নাঃগঞ্জ), জিয়াউর রহমান (আজমান UAE), পারভেজ খলিল চৌধুরী রাজিব (ইউ.এ.ই),,আব্দুল আলম সাইফুল (নৌয়াখালি), শামীম আখ্তার (দিনাজপুর), (মহিউদ্দীন মিরসরাই), আবু মালিক (১৩নং ওয়ার্ড জিয়া পরিয়দ), আরিফুর রহমান (যশোহর, নাজমুল নিলয় (পাইকপাড়া, নাঃগঞ্জ।)

প্রবাসীপত্র ডটকম/কমল

Items: 1 - 4 of 4