১২ই মার্চ ঢাকা কর্মসূচীকে ব্যর্থ করার লক্ষ্যে সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে সাইবার ইউজার দলের তীব্র নিন্দা

11/03/2012 15:08

আগামী ১২ই মার্চ এর ঢাকা ঘেরাও কর্মসূচীকে সফল করার জন্য সাইবার প্রচারণা ও মাঠ পর্যায়ের প্রচারণায় বাধা, চলো চলো ঢাকা চলো বানচাল করার লক্ষ্যে বর্তমান সরকারের আদেশে সারাদেশ ব্যাপী জাতীয়তাবাদী দল ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে গণ গ্রেফতার, বিভিন্ন রুটে যান চলাচল ও হোটেল-রেষ্টুরেন্ট খোলা রাখার উপর নিষেধাজ্ঞা জারি, আগামীকাল বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে অবস্থান করতে আওয়ামী সন্ত্রাসীদেরকে নির্দেশ সহ সকল ধরনের নগ্ন ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামী দুঃশাসনের প্রতিবাদে সাইবার আন্দোলনের অন্যতম পথিকৃৎ ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ এর কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। তারা বলেন, বর্তমান সরকারের ষড়যন্ত্রমূলক কর্মকান্ডই প্রমান করছে তারা বিএনপি’র প্রতি জনসমর্থন ও জনপ্রিয়তায় ভীত সন্ত্স্ত্র। তাই আওয়ামী সরকার এখন বিরোধীদলকে ঘায়েল করার আক্রমণাত্বক মনোভাব নিয়ে মাঠে নেমেছে। নেতৃবৃন্দ বিবৃতিতে উক্ত সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে আরো বলেন, গ্রেফতার, হামলা, নির্যাতন, নীপিড়ন চালিয়ে শহীদ জিয়ার সৈনিকেরকে দমানো যাবেনা, দেশপ্রেমিক জনতার বাধ ভাঙ্গা জোয়ার আজ আমাদের সাথে, তাই অবিলম্বে বিরোধী দলকে দমন করার সকল ষড়যন্ত্র এবং আমাদের গণতন্ত্র নিয়ে খেলা বন্ধ করুন এবং অবিলম্বে সারাদেশ ব্যাপী আটককৃত দলীয় নেতাকর্মীদেরকে নিঃশর্ত মুক্তি দিন, অন্যথায় যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি বা পরিণতির দায়ভার আপনাদেরকেই বহন করতে হবে। বিবৃতিদাতারা হলেন- সংগঠনের কেন্দ্রীয়কার্য নির্বাহী পরিষদের সভাপতি ও প্রবাসী বিএনপি নেতা এস. আলম রাজীব, সহ-সভাপতি মোঃ ইসমাইল ছোটন, শরীফউদ্দীন রিংকু, এম.নূরুল হক লিটন (চেয়ারম্যান), সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় জাসাসের সদস্য আতিকুর রহমান রিপন, সহ-সাধারন সম্পাদক ইসরাৎ আদর, সাংগঠনিক সম্পাদক এম.ডি.পরাগ, যুগ্ন সাধারন সম্পাদক এম. এন. ইকবাল, সৈকত উল ইসলাম, প্রচার সম্পাদক হুসাইন সুমন, সহ প্রচার সম্পাদক এস.এম.হেলাল, নূর আলম, দপ্তর সম্পাদক শাহীন চৌধুরী পাশা, অর্থ সম্পাদক আলহাজ্ব কামরুল আযম, আইন বিষয়ক সম্পাদিকা এ্যাড. শেলী সুলতানা জামান, ছাত্র বিষয়ক সম্পাদক হোসাইন ইকবাল রাফি, সহ-যুব বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ সোহাগ, সাহিত্য বিষয়ক সম্পাদক আল মাহদী মোহাম্মদুল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক আবুবকর সিদ্দিকী মিজি, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক মোফাজ্জেল হোসেন, জিল্লু খন্দকার, নাট্য বিষয়ক সম্পাদক মোঃ আবু ইউসূফ, কার্যনির্বাহী সদস্য আব্দুল আলীম সাইফুল, শামীম আক্তার, এম. এ. সাঈদ, ইসমাইল আজিজ, জাফর ইকবাল, আল মামুন খান, রুবেল কাউনাইন, প্রিন্স আহমেদ ইমরান, রিপন দেব, এম. জে. সৌরভ, রাসেল খান। উল্লেখ্য যে, গতকাল ঢাকা ঘেরাও উপলক্ষ্যে আমাদের সংগঠনের পোস্টারিং করতে গিয়ে মেহেরপুর জেলা থেকে সাইবার ইউজার দলের কর্মী আহমেদ ইমতিয়াজ আপন গ্রেফতার হয়েছে, নাঃগঞ্জ থেকে কিছু পোস্টার সহ আটক হয়েছে অপর একজন কর্মী। ফেসবুকে দলীয় প্রচারণার কাজে সক্রিয় ‘চট্টগ্রাম জাতীয়তাবাদী দল’ নামক আইডিটি থেকে রোডমার্চ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রচারনা চালানোয়. একটি নোটিশ পাঠিয়ে এই আইডিটি কেও ব্লক করা হয়েছে।