আওয়ামী দুঃশাসনের প্রতিবাদে সাইবার ইউজার দলের সাইবার আন্দোলনে যোগ দিন

05/01/2012 10:00

বার্তা প্রেরক-(আবু মালিক):০৫ জানুয়ারি
ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক,
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল

পৃথিবীর অন্যান্য দেশের সরকার পতনের সাইবার আন্দোলনের ন্যায় গত ২০১০ সালের ২৫শে জুলাই থেকে জনপ্রিয় সামাজিক সাইট ফেসবুক প্লাটফর্ম ব্যবহার করে আওয়ামীলীগ নেতৃত্বাধীন এই সরকারের বাকশালী, সন্ত্রাসী. ফ্যাসিবাদী, আন্তর্জাতিক গুপ্তচর, ইসলাম বিরোধী, প্রতিবেশী রাষ্ট্রের তাবেদারী কর্মকান্ড তথাপি আওয়ামী দুঃশাসনের পূর্ণচিত্র দেশ-বিদেশে সকলের কাছে তুলে ধরে এই অপকর্মের প্রতিবাদে দেশ-বিদেশে জনমত সৃষ্টির লক্ষ্যে, আওয়ামী প্রতিহিংসার রাজনীতির স্বীকার হয়ে বর্তমানে প্রবাসে অবস্থানরত নারায়ণগঞ্জছাত্রদল নেতা এস.আলম রাজীব ও কেন্দ্রীয় জাসাসের সদস্য আতিকুর রহমান রিপন সহ বেশ কিছু মেধাবী, নিবেদিত, উদ্যমী ও শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী তরুণদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল [জাতীয়তাবাদী ফেসবুক ইউজার দল], এই সাইবার সংগঠনটির মূল লক্ষ্য হচ্ছে দেশে অবস্থানরত ও প্রবাসী বিএনপি'র যেসব নেতৃবৃন্দ ইন্টারনেট ব্যবহার করেন তাদের সকলকে একটি প্লাটফর্মের নীচে এনে ঐক্যবদ্ধ শক্তিশালী নেটওয়ার্ক তৈরী করে দেশ-বিদেশে সকলের কাছে আওয়ামীদের অপকর্ম তুলে ধরে প্রতিবাদ ও জনমত গড়ে তোলা, বিএনপি'র বাকশাল বিরোধী আন্দোলনের কর্মসূচীগুলোতে একাত্মতা ঘোষনা করে সেগুলো সফল করার লক্ষ্যে সাইবার প্রচারনা চালানো, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জাতীয়তাবাদী দল সমর্থিত প্রার্থীদের পক্ষ থেকে সাইবার প্রচারণা পরিচালনা, কথায় নয় বাস্তবিকভাবে রাজনীতিতে ডিজিটাল পদ্ধতির প্রবর্তন করা এবং একটি সুস্থ, পরিচ্ছন্ন, সৃষ্টিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করে বর্তমান প্রজন্মের রাজনীতির প্রতি বিদ্যমান বিরূপ মনোভাবকে দূর করে তাদেরকে দেশ এবং জাতির উন্নয়ন ও সমৃদ্ধির জাতীয়তাবাদী রাজনীতিতে সম্পৃক্ত করা। আগামী ৮ ও ৯ই জানুয়ারী ২০১২ এর চট্টগ্রাম অভিমুখে বিএনপি’র রোডমার্চ-এর সাথে একাত্নতা ঘোষনা করে কর্মসূচীটি সফল করার লক্ষ্যে এই প্রথম এই সংগঠনটি সাইবার অঙ্গন থেকে বেরিয়ে তাদের নিজস্ব ব্যানারে রাজপথের আন্দোলনে অংশ নিতে যাচ্ছে এবং বাকশাল সরকার পতনের বিএনপি'র আগামী দিনগুলোর কর্মসূচীগুলোতে মাঠপর্যায়ে অংশগ্রহন করে দেশমাতা বেগম খালেদা জিয়ার দেশ ও মানুষ বাঁচানোর আন্দোলনকে আরো বেশী বেগবান করার প্রস্তুতিও গ্রহণ করেছে, এই লক্ষ্যে তারা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বিএনপি নেতূবৃন্দ, কেন্দ্রীয় ও বাংলাদেশের বিভিন্ন জেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সমন্বয়ে তাদের প্রত্যক্ষ সমর্থনে একটি শক্তিশালী কমিটিও গঠন করেছে এবং সংগঠনটির উপদেষ্টা পরিষদেও বিএনপি‘র নীতি-নির্ধারক মহলের বেশ কয়েকজন নেতা তাদের প্রত্যক্ষ সমর্থনসহ উপদেষ্টা হতে সম্মতি দিয়েছেন। সংগঠনটির সাইবার আন্দোলনের সাথে ইতিমধ্যে একাত্নতা ঘোষনা করেছে গ্রীস প্রবাসী বিএনপি, নিউজিল্যান্ড বিএনপি, সংযুক্ত আরব আমিরাত বিএনপি, সৌদি আরব প্রবাসী বিএনপি, অস্ট্রেলিয়া ম্যালবর্ন বিএনপি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র বিএনপি সহ আরো অন্যান্য প্রবাসী বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের বরেন্য কয়েকজন ব্যক্তিবর্গ। সাইবার ইউজার দলের নিজস্ব উদ্যেগে চট্টগ্রাম রোডমার্চ ও জনসভা সফল করার লক্ষ্যে এবং সংগঠনটির প্রথম শোডাউন হিসেবে লিফলেট বিতরন, ডিজিটাল ব্যানার, তোরণ নির্মান, দেশের বিভিন্ন জেলা থেকে নিজস্ব ব্যানারে বিএনপি’র রোডমার্চে যোগ দেওয়ার উদ্যেগ, সাইবার প্রচারণা সহ ব্যাপক প্রস্তুতি চলছে। আওয়ামী প্রতিহিংসার রাজনীতির স্বীকার হয়ে যেসকল নেতৃবৃন্দ বর্তমানে দেশের বাইরে অবস্থান করছে তারা খুব সহজেই এই প্লাটফর্মটি ব্যবহার করে তাদের দলীয় কর্মী ও অনুসারীদেরকে নিয়মিত দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং প্রবাসে অবস্থান করেও তারা দলীয় কর্মসূচীগুলোতে নেতৃত্ব দিতে পারছেন। উক্ত গ্রুপটিতে সাধারন সদস্য সংখ্যা বর্তমানে ৪১৫০ জন।

সংগঠনটির সভাপতি- এস. আলম রাজীব জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী শহীদ জিয়ার আদর্শের যেসব সৈনিক ইন্টারনেট [ফেসবুক] ব্যবহার করেন তাদের সকলকে আহবান জানিয়েছেন, www.facebook.com/groups/bjfud

এই লিঙ্কটি ব্রাউজ করে তাদের সাথে যুক্ত হয়ে উক্ত সাইবার আন্দোলনকে আরো বেশি তরাণ্বিত ও শক্তিশালী করে লক্ষ্যগুলো বাস্তবায়নে সহায়তা করার জন্য।

খবরঃ https://sylheteralap.com/news/category/politics/detail/4234